দেশের সেরা ইন্টেরিয়র ডিজাইনারের খোঁজে আইডেব এক্সসেলেন্টস ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৪

প্রকাশ: ২৯ জুন ২০২৪, ০৫:২২ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৪, ০৫:৪৬ পিএম
38Shares
facebook sharing button
messenger sharing button
twitter sharing button
sharethis sharing button
আইডেব এক্সসেলেন্টস ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৪
শফিউল ইসলাম
Nagad desktop details

 বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইনারদের নিয়ে  ২০১৯ থেকে ইন্টেরিয়র ডিজাইনারস  অ্যাসোসিয়েশন  অব বাংলাদেশ (আইডেব) যাত্রা শুরু করে। ইন্টেরিয়র ডিজাইনারদের উৎসাহী করতে এ বছরের  নভেম্বরে “আইডেব এক্সসেলেন্টস ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৪ আয়োজন  করতে যাচ্ছে । আজ (২৯ জুন)  বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে  এ তথ্য জানানো হয়। 

অনুষ্ঠানটির শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থাটির সদস্য সচিব সৈয়দ কামরুল আহসান। দেশের সমস্ত ইন্টেরিয়র ডিজাইনার ব্যক্তি প্রতিষ্ঠান নির্বিশেষে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন সংগঠনের আহব্বায়ক শফিউল ইসলাম। তিনি বলেন, “ ১৯৮০ সালের পর থেকে এলোমেলো ভাবে এই পেশা এগিয়েছে একটু একটু করে। বর্তমানে দেশে ২৫ লাখ মানুষ এই পেশার সাথে জড়িত। প্রতিবছর প্রায় ৩০ হাজার কোটি টাকার কাজ হচ্ছে এই সেক্টরে। বাংলাদেশের বহু ডিজাইনাররা আন্তর্জাতিক ডিজাইনারদের সাথে একই সৃজনশীলতার মানের কাজ করে যাচ্ছে, কিন্তু কাজের কোন স্বীকৃতি পাচ্ছে না। তাই এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা দেশের সেরা ইন্টেরিয়র ডিজাইনারদের দেশ ও জাতির সামনে তুলে আনতে চাই এবং তাদের স্বীকৃতি নিশ্চিতকরণে, ডিজাইনারদের দক্ষতা বৃদ্ধি ও সমাজে সম্মানজনক অবস্থান তৈরি করতে আমরা কাজ করে যাচ্ছি।”

সদস্য সচিব সৈয়দ কামরুল আহসান

অনুষ্ঠানটি প্রতি বছর চলমান থাকবে বলে জানিয়েছেন সংস্থাটি। বিস্তারিত জানার জন্য www.idabaward.com ওয়েবসাইটে ভিজিট করলে সমস্ত তথ্য পাওয়া যাবে। ৩১ শে আগস্ট পর্যন্ত অংশ নেয়ার  সুযোগ রয়েছে। এক্ষেত্রে ওয়েবসাইটে ফর্ম পূরণ করে জমা দিতে হবে।

খবরের কাগজের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

প্রজেক্টে কোন রকম ওয়াটারমার্ক বা লোগো থাকা যাবে না। নকশার প্রভাব, সৃজনশীলতা থেকে শুরু করে দেশীয় ঐতিহ্যকে লালন, পরিবেশগত মূল্যবোধ এবং রং-এর গুণগত ব্যবহারকে বিচার মানদন্ড হিসেবে রাখা হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ীদের মোট পুরস্কারের মূল্য ১৫ লাখ ৫০ হাজার টাকা। উল্লেখ্য যে, এখানে কোন ফি ছাড়াই যে কোন পেশাগত বাংলাদেশী ইন্টেরিয়র ডিজাইনার, আর্কিটেক্ট বা সরকারী লাইসেন্স ধারী প্রতিষ্ঠান অংশগ্রহন করতে পারবেন।

সম্মেলন শেষে সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জনাব শফিউল ইসলাম। তিনি বিজয়ী প্রজেক্টগুলোকে বাংলাদেশের পক্ষে এশিয়ার সেরা হতে এশিয়া প্যাসিফিক স্পেস ডিজাইনার এসোসিয়েশনের প্রতিযোগিতায় অংশ নেয়ার যোগ্যতা অর্জন করবে বলে জানান। এছাড়াও অনুষ্ঠানটির সব রকম তথ্য ফেসবুকে www.facebook.com/idabaward পেজের মাধ্যমেও পাওয়া যাবে।

কলি 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *