আইডেবের সংবাদ সম্মেলনে স্বপ্নের গল্প

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২৪, ০৪:০৯ পিএম

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button
copy sharing button
print sharing button

আইডেবের সংবাদ সম্মেলনে স্বপ্নের গল্প

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইনারদের নিয়ে গড়া আইডেব-২০১৯ সালে যাত্রা শুরু করে। অনেক দিনের স্বপ্নকে সার্থক করতে আগামী নভেম্বরে ‌’আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড-২০২৪’‌ অনুষ্ঠিত করতে যাচ্ছে তারা। শনিবার (২৯ জুন) বেলা ১১টায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে যার সম্পূর্ণ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

Google News গুগল নিউজে ভোরের কাগজের খবর পড়তে ফলো করুন

সম্মেলনটি শুভেচ্ছা বক্তব্য দিয়ে শুরু করেন- সংস্থাটির সদস্য সচিব সৈয়দ কামরুল আহসান। এ অনুষ্ঠানে দেশের সমস্ত ইন্টেরিয়র ডিজাইনার ব্যক্তি প্রতিষ্ঠান নির্বিশেষে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন সংগঠনের আহব্বায়ক শফিউল ইসলাম। তিনি এই অনুষ্ঠানটির সম্পূর্ণ পরিকল্পনা সাংবাদিকদের, আমন্ত্রিত বিভিন্ন কর্পোরেট হাউস, সম্ভাব্য স্পন্সর ও ইন্টেরিয়র ডিজাইনার ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ব্যাখ্যা করেন।

তিনি আরো বলেন, ‌’১৯৮০ সালের পর থেকে এলোমেলোভাবে এই পেশা এগিয়েছে একটু একটু করে। বর্তমানে দেশে ২৫ লাখ মানুষ এই পেশার সঙ্গে জড়িত। প্রতিবছর প্রায় ৩০ হাজার কোটি টাকার কাজ হচ্ছে এই সেক্টরে। বাংলাদেশের বহু ডিজাইনাররা আন্তর্জাতিক ডিজাইনারদের সঙ্গে একই সৃজনশীলতার মানের কাজ করে যাচ্ছে, কিন্তু কাজের কোন স্বীকৃতি পাচ্ছে না। তাই এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা দেশের সেরা ইন্টেরিয়র ডিজাইনারদের দেশ ও জাতির সামনে তুলে আনতে চাই এবং তাদের স্বীকৃতি নিশ্চিতকরণে, ডিজাইনারদের দক্ষতা বৃদ্ধি ও সমাজে সম্মানজনক অবস্থান তৈরি করতে আমরা কাজ করে যাচ্ছি।’

অনুষ্ঠানটি প্রতি বছর চলমান থাকবে বলে জানিয়েছেন সংস্থাটি। বিস্তারিত জানার জন্য www.idabaward.com ওয়েবসাইটে ভিজিট করলে সমস্ত তথ্য পাওয়া যাবে। অংশ নেয়ার জন্য ৩১ আগস্ট পর্যন্ত সময় রয়েছে। এক্ষেত্রে ওয়েবসাইটে ফর্ম পূরণ করে জমা দিতে হবে। প্রজেক্টে কোনো রকম ওয়াটারমার্ক বা লোগো থাকা যাবে না। নকশার প্রভাব, সৃজনশীলতা থেকে শুরু করে দেশীয় ঐতিহ্যকে লালন, পরিবেশগত মূল্যবোধ এবং রং-এর গুণগত ব্যবহারকে বিচার মানদণ্ড হিসেবে রাখা হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ীদের মোট পুরস্কারের মূল্য ১৫ লাখ ৫০ হাজার টাকা।

উল্লেখ্য, এখানে কোনো ফি ছাড়াই যে কোন পেশাগত বাংলাদেশি ইন্টেরিয়র ডিজাইনার, আর্কিটেক্ট বা সরকারি লাইসেন্সধারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করতে পারবেন। সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শফিউল ইসলাম।

তিনি বিজয়ী প্রজেক্টগুলোকে বাংলাদেশের পক্ষে এশিয়ার সেরা হতে এশিয়া প্যাসিফিক স্পেস ডিজাইনার অ্যাসোসিয়েশনের প্রতিযোগিতায় অংশ নেয়ার যোগ্যতা অর্জন করবে বলে জানান। এছাড়াও অনুষ্ঠানটির সব রকম তথ্য ফেসবুকে www.facebook.com/idabaward পেজের মাধ্যমেও পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *